জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির (Fuel Price) প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস (TMC)। দক্ষিণ ২৪ পরগনার সাগরের মন্দির বাজার এলাকায় বাইক ও টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান রাজ্যের শাসক দলের কর্মীরা। গ্যাসের পরিবর্তে মাটির উনুনে রান্না করেও দেখান তাঁরা।
জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে শনিবার কলকাতার একটি প্রতিবাদ মঞ্চে সমাবেশও করা হয় শাসক দলের তরফে। চেতলার অহীন্দ্র মঞ্চের ওই সমাবেশে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ আরও অনেকে।
শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম (Petrol Price) ১০১.০১ টাকা, ডিজেলের দাম (Diesel Price) ৯২.৯৭ টাকা। দিল্লিতে পেট্রলের দাম ১০০.৯১ টাকা, ডিজেলের দাম ৮৯.৮৮ টাকা। মুম্বইয়ে পেট্রলের দাম ১০৬.৯৩ টাকা, ডিজেল ৯৭.৪৬ টাকা লিটার। ভোপালে লিটার প্রতি পেট্রল ১০১.০১ টাকা, ডিজেলের দাম ৯২.৯৭ টাকা।
Locals in Delhi say they’re facing hardship as fuel prices increase again, price of petrol & diesel is at Rs 100.91 per litre & Rs 89.88 per litre respectively today
Common people are helpless. No one is listening to the problems of the middle class, says a commuter Vipul Sharma pic.twitter.com/MOOY2iuCeH
— ANI (@ANI) July 10, 2021
জ্বালানির মূল্যবৃদ্ধিতে কঠিন পরিস্থিতির মুখোমুখি দিল্লির বাসিন্দারাও। সেখানকার এক বাসিন্দার কথায়, “সাধারণ মানুষ এখন অসহায়। মধ্যবিত্ত শ্রেণির মানুষের সমস্যার কথা শুনছে না কেউই।”