Union Finance Minister Nirmala Sitharaman announces the Union Budget 2022 at the Parliament
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পরিবেশ দূষণ রোধে এবার কেন্দ্রীয় বাজেটে জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, “ফসলের গোড়া পোড়া আটকাতে এবং দূষণ রোধে বিশেষ উদ্যোগ নিয়ে কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫.৭ % বায়োমাসের ব্যবহারে জোর দেওয়া হচ্ছে।”

নির্মলা সীতারমন জানিয়েছেন, “গণপরিবহণে বিদ্যুৎ চালিত গাড়ির ওপর জোর দেওয়া হচ্ছে। এজন্য শহরাঞ্চলে বাড়ানো হবে চার্জিং স্টেশন। দেশেই তৈরি হবে ই-গাড়ির জন্য প্রয়োজনীয় ব্যাটারি।”

কেন্দ্রীয় বাজেটে কৃষি উপকরণের দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে। দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে বস্ত্র ও চর্মজাত দ্রব্যেও। এছাড়াও দাম কমছে মোবাইল চার্জারের।

Share it