মহারাষ্ট্রে টানা প্রবল বৃষ্টিতে ভূমিধসের জেরে প্রাণ হারালেন অন্তত ৩৬ জন। দুর্ঘটনাটি ঘটেছে রায়গড় জেলায়। এখনও ধসের নিচে আটকে পড়ে রয়েছেন বহু মানুষ। সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ শুরু চলছে।
Due to landslides in Talai village, Raigad around 35 people have lost their lives. Rescue operation is underway at many places. I have ordered the evacuation & relocation of people who are living in areas where there is a possibility of landslide: Maharashtra CM Uddhav Thackeray pic.twitter.com/neZl4BsDqE
— ANI (@ANI) July 23, 2021
এবার বর্ষাতে ভয়াবহ চেহারা নিয়েছে মহারাষ্ট্রের একাধিক জেলা। গতকাল থেকে রায়গড়ের তিনটি আলাদা এলাকায় ভূমিধসে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩২ জনকে তালাই থেকে এবং বাকি চারজনের দেহ শখর সুতা ওয়াদি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ধসের নিচে এখনও অন্তত ৩০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
#WATCH Incessant rains damage roads in Mahad of Raigad district in Maharashtra
A total of 36 people have died in the district due to landslides pic.twitter.com/kebygVcPjt
— ANI (@ANI) July 23, 2021
উদ্ধারকাজে নেমেছে নৌসেনার দুই বাহিনীও। ১২টি স্থানীয় উদ্ধারকারী দল, উপকূলরক্ষীদের দুটি দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) তিনটি দল ইতিমধ্যেই এলাকাগুলিতে উদ্ধারকাজ চালাচ্ছে। আটকে পড়াদের দ্রুত উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে।
#WATCH | Maharashtra: State Disaster Response Fund (SDRF) team rescues a man trapped in swollen Vena river in Nagpur district's Hingna area
(Video Source: District Information Office) pic.twitter.com/47080IxWNL
— ANI (@ANI) July 23, 2021