রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তুনু সেনকে সাসপেন্ড করায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার অপর এক নেতা ডেরেক ও’ব্রায়েনের অভিযোগ, বৃহস্পতিবার কাগজ ছেঁড়ার ঘটনার পরে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী নিজের আসন ছেড়ে শান্তনু সেনের দিকে তেড়ে গিয়েছিলেন। অসংসদীয় বাক্যও প্রয়োগ করেছিলেন। তাহলে অন্য অভিযুক্ত (হরদীপ) কেন ছাড় পেলেন?’’
TMC MP Santanu Sen suspended from Rajya Sabha for this entire session, a day after he snatched papers from IT Minister Ashwini Vaishnaw and tore them in the House.
(File photo) pic.twitter.com/d3bgZ2y9Bu
— ANI (@ANI) July 23, 2021
এদিকে তৃণমূল-সহ বিরোধীদের হট্টগোলের জেরে শুক্রবারও মুলতুবি হয়ে যায় রাজ্য়সভার অধিবেশন। এদিন সকালে রাজ্যসভার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল সাক্ষাৎ করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে। বৈঠকে ছিলেন রাজ্যসভায় সরকারপক্ষের সহকারী দলনেতা মুখতার আব্বাস নকভি এবং সংসদ বিষয়ক মন্ত্রী ভি মুরলীধরনও।
Santanu Sen, please withdraw from House. Allow the House to function: says RS Chairman & adjourns House till 12 PM following an uproar that started during TMC MP Derek O'Brien's statement over y'day's incident
TMC's Santanu Sen y'day snatched paper from hands of IT Min & tore it pic.twitter.com/rbOeR0vvZD
— ANI (@ANI) July 23, 2021
এরপর অধিবেশনের শুরুতে শান্তনু সেনকে সাসপেন্ডের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, ‘‘১৩ অগাস্ট পর্যন্ত সাংসদ শান্তুনু সেনকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের জন্য অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’ প্রসঙ্গত, ১৩ অগাস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে সংসদে। অর্থাৎ পুরো অধিবেশনেই আর থাকতে পারবেন না তৃণমূল সাংসদ।
Rajya Sabha Deputy Chairman Harivansh requests TMC MP Santanu Sen to withdraw from the House as he has been suspended from the House – a Motion has been moved and approved.
House adjourned till 12.30 pm. pic.twitter.com/sxn7ieuCvL
— ANI (@ANI) July 23, 2021