কাকদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনা করছেন অমিত শাহ
Share it

শুধু সপ্তম পে কমিশন নয়। রাজ্যে ডিএ বৃদ্ধি নিয়ে যে ক্ষোভ বা অসন্তোষ রয়েছে তা ক্ষমতায় এলে মিটিয়ে নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। বাংলায় সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে।


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। গঙ্গাসাগরে কেন্দ্রীয় সরকারের সমস্ত পর্যটন যোজনা বলবৎ করা হবে। মৎস্যজীবীদের জন্য আলাদা প্যাকেজ দেওয়া হবে। কিষাণ সম্মান নিধির মতো বছরে ছয় হাজার টাকা দেওয়া হবে মৎস্যজীবীদেরও।”


আমফানের দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি গঠন হবে বলেও জানিয়েছেন অমিত শাহ। উল্লেখ্য, ইতিমধ্য়েই কলকাতা হাইকোর্ট কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে (CAG)-কে দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছে।


নামখানার নারায়ণপুরের অর্চনা বিশ্বাস নামে এক উদ্বাস্তুর বাড়িতে (migrant family from Bangladesh) দুপুরের আহার করেন। স্বামী সুব্রত বিশ্বাস নদীতে আনা মাছ বিক্রি করে মাছ বাজারে। আর অর্চনা দেবী গেস্ট হাউজে রান্নার কাজ করেন। বেলা ২.২০ নাগাদ তাঁদের বাড়িতে আসেন। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, মুকুলু রায়, কৈলাশ বিজয়বর্গীয় সহ আরও অনেকে। পাড়ার মহিলারা শাঁখ বাজিয়ে স্বাগত জানান সকলকে।


মেনুতে ছিল এদিন ভাত, রুটির সঙ্গে সবজি ডাল, বেগুন ভাজা, পনিরের ডালনা, আমের চাটনি, পায়েস, দই, মিষ্টি। মধ্যাহ্ন ভোজনের উদ্দেশে কাকদ্বীপের উদ্দেশে রওনা দেন। সেখানে শ্মশান তলা থেকে নতুন রাস্তা পর্যন্ত রোড শো করেন।

Share it