মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

“কেউ ধমকালে বা চমকালে আমি ভয় পাই না। যতদিন বেঁচে আছি, কারও কাছে মাথা নত করব না।” রবিবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এভাবেই BJP-এর কেন্দ্রীয় নেতাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কিছু সময় আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CBI আধিকারিকরা নোটিস নিয়ে হাজির হন। কয়লাকাণ্ডে তৃণমূল যুব সভাপতির স্ত্রী রুজিরাকে নোটিস ধরায় সিবিআই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে কোথাও এই বিষয়টি উল্লেখ করেননি। তবুও রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা, মুখ্যমন্ত্রী প্রায় গোটা বক্তব্যেই এরই প্রেক্ষিতে বিজেপির শীর্ষ নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছেন।

International Mother Language Day celebrations I আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন।

International Mother Language Day celebrations I আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন।

Posted by Mamata Banerjee on Sunday, February 21, 2021

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “দিল্লির নেতারা বলেছেন, বাঙালিদের মেরুদণ্ড কী করে ভেঙে দিতে হয় তা আমরা ভালো করে জানি। আমি বলছি, চেষ্টা করে দেখুন না। এতদিন তো কম চেষ্টা করেননি। আমার মেরুদণ্ড ভাঙা এত সহজ নয়। জেল টেল দেখিয়ে আমাদের ভয় দেখানো যাবে না।” তিনি আরও বলেন, “২১-এ একটাই খেলা হবে, আমি হব গোলরক্ষক। হারতে আমরা শিখিনি, আমাদের হারানো যাবে না।”

ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের নাম পরিবর্তন না হওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, “চার বছর হয়ে গেলেও এখনও বাংলার নাম পরিবর্তন হল না। অন্য রাজ্যের নাম পরিবর্তন হলে বাংলার কেন নয়?” বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share it