Share it

সৌরভ গাঙ্গুলি এখন ভালো আছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধেয় তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী। বেরিয়ে সাংবাদিকদের জানান মহারাজ ভালো আছেন।


মুখ্যমন্ত্রী বলেন, “তিনি (সৌরভ গাঙ্গুলি) এখন ভালো আছে। আমার সঙ্গে কথাও বলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও এখানকার চিকিৎসকদের ধন্যবাদ।”


এদিন তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তিনিও হাসপাতালে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের বলেন, “দাদার সঙ্গে আমি কথা বলেছি। চিয়ারফুল মুডে আছেন তিনি। তাতে আমি বেশ স্বস্তি পেয়েছি।”


উল্লেখ্য, শনিবার সকালে জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সৌরভ গাঙ্গুলি। তাঁর বুকে ব্যথা শুরু হয়। নিয়ে যাওয়া হয় উডল্যান্ডস হাসপাতালে। পরে সেখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।

হাসপাতালের চিকিৎসক ডক্টর আফতাব খান ANI-কে বলেন, “সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর জ্ঞানও রয়েছে। তাঁর হার্টে দুটি ব্লক ছিল তার জন্য তাঁর চিকিৎসা চলবে এখন।”

Share it