BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এখন ভালো আছেন বলে জানালেন মহারাজের দাদা স্নেহাশিস গাঙ্গুলি। ANI-কে তিনি বলেন, “অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন ভালো আছে। শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসা নিয়ে পরিবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।”
He's fine now after undergoing angioplasty, and he's stable. Doctors will decide on further treatment: Snehasish Ganguly, elder brother of Sourav Ganguly on his health pic.twitter.com/G10DScyFN3
— ANI (@ANI) January 3, 2021
উল্লেখ্য, শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মহারাজ। জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান। তাঁর নিয়ে যাওয়া হয় উডল্যান্ডস হাসপাতালে।
পরে হাসপাতাল সূত্রে জানা যায় তাঁর হার্টে দুটি ব্লক আছে। সেজন্য গতকালই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। পরে তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়।