ISL-এ বহুকাঙ্খিত জয় পেল এসসি ইস্টবেঙ্গল, নতুন বছর নতুনভাবে নতুন উদ্যোমে শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে রবি ফাওলারের দল। ওড়িশা এফসি-কে এক রকম চূর্ণবিচূর্ণ করে ৩-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে সমর্থকদের মুখে হাঁসি ফোটালেন পিলকিংটনরা।
২০২০ ঠিক যতটা খারাপভাবে শেষ হয়েছিল ২০২১ সাল শুরু হল এসসি ইস্টবেঙ্গলের দুর্দান্তভাবে। পরিবর্ত হিসেবে নেমেও উজ্জ্বল ব্রাইট এনোবাখারে। ১২ মিনিটের মাথায় ওড়িশা এফসি-র ডিফেন্স ভেদ করে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন পিলকিংটন। ৩৯ মিনিটের মাথায় বক্সের বাঁ দিক থেকে মাঘমার দুরন্ত শট ওড়িশা এফসি-র জালে ঢুকে যায়।
খেলার শেষ দিকে ৮৮ মিনিটের মাথায় ব্রাইট এনোবাখারের দুরন্ত শটে ৩-০ করে লাল-হলুদ দল। ম্যাচের সেরা হয়েছেন অ্যান্টনি পিলকিংটন।
ম্যাচের একদম শেষে ৯০ মিনিটের মাথায় একটি গোল শোধ দেন ওড়িশা এফসি-র দিয়েগো মৌরিসিও।