সৌরভ গাঙ্গুলির রক্তচাপ ও পালস এখন স্বাভাবিক রয়েছে। অর্থাৎ হিমোডায়নামিক্যালি তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে এখবর জানা গেছে। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
Sourav Ganguly is stable haemodynamically. He has received loading doses of dual anti platelets and statin and is undergoing primary angioplasty now: Dr Rupali Basu, MD & CEO, Woodlands https://t.co/neXSwr5UUG
— ANI (@ANI) January 2, 2021
শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি জিম করছিলেন। সেই সময় মাথা ঘুরে পড়ে যান। এক কথায় ব্ল্যাক আউট হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় উডল্যান্ডস হাসপাতালে।
চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তবে তাঁর বুকে ব্যথার সমস্যা রয়েছে। তাই প্রাথমিকভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি শুরু হয়।