INS Ranveer
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ INS Ranvir-এ বিস্ফোরণ। অন্তত তিন নৌসেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন নৌসেনা। সংবাদ সংস্থা ANI এই খবর জানিয়েছে। মুম্বইয়ের অদূরে এই বিস্ফোরণ ঘটেছে।


আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে জাহাজটির খুব ক্ষয়ক্ষতি হয়নি। সেনার তরফে পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নৌসেনা সূত্রে খবর, ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজটির শীঘ্রই উপকূলে ফেরার কথা ছিল।

Share it