Share it

আনলক-৪ পর্বে মেট্রো ও লোকাল ট্রেন চলাচল করতে পারে এরকম ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রীয় নির্দেশিকাতেও সেই কথাই উল্লেখ করা হল। সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে দিল্লিতে চালু হচ্ছে মেট্রোরেল পরিষেবা। দেশের অন্যান্য শহরেও মেট্রোরেল চলাচলের প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোদমে। তবে কলকাতা মেট্রোর বিষয়ে এখনও রেলের তরফে কিছু জানানো হয়নি।

অন্যদিকে আনলক-৪ পর্বে সামাজিক জমায়েতে লোকজনের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা যেতে পারে বলে কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে। তবে মেনে চলতে হবে সামাজিক দূরত্ববিধি। জমায়েতে অনুমতি মিললেও এখনই খুলছে না স্কুল, কলেজ, সুইমিং পুল, থিয়েটার হল।

শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে মেট্রো চলাচল করতে পারবে। তবে পরিষেবা সংক্রান্ত বিষয়ে যাবতীয় নিয়মের বিষয়ে একটি বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর(SOP) ও যাত্রীদের জন্য নির্দেশিকা পরে জারি করবে আবাসন ও নগরবিষয়ক, রেলমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রক।

Share it