এবার সাসপেন্ডেড সাংসদ অর্পিতা ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। সংসদের কাচের দরজা ভাঙার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকী এক নিরাপত্তারক্ষীও আঘাত পান বলে অভিযোগ করা হয়েছে। সাসপেনশনের প্রতিবাদে সংসদের লবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন সাসপেন্ডেড সাংসদরা। সে সময়ই কাচের দরজা ভাঙা হয় বলে অভিযোগ।
Suspended !! But the protest is on….. pic.twitter.com/ESIy0zPk9P
— Mausam Noor | মৌসম নুর (@MausamNoor) August 4, 2021
যদিও এখনও পর্যন্ত অর্পিতা ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গোটা ঘটনায় তৃণমূলকে তোপ মুক্তার আব্বাস নকভির। বলেন,’সংসদে হিংসার রাজনীতি আমদানি করছে তৃণমূল।’ পাল্টা বিজেপিকে নিশানা করেছে তৃণমূলও।
#FACTS Aug 4
11.10 Govt again refuses to discuss #Pegasus 30 Oppn MPs enter well of RS.
11.13 Six members suspended for carrying placards
3.35 AFTER House adjourned for day, 3 AITC MPs (suspension over) PREVENTED from re-entering #Parliament by male marshal
Democracy ? 👇 pic.twitter.com/fvZDOMvvDf
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 5, 2021
এই ঘটনায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি ভিডিয়ো টুইট করে লিখেছেন, ‘৪ অগাস্টের ঘটনা। সকাল ১১টা ১০ মিনিটে পেগাসাস নিয়ে আলোচনা করতে অস্বীকার করে কেন্দ্র। ১১টা ১৩ মিনিটে ৬ সাংসদকে সাসপেন্ড করা হয়। অধিবেশন মুলতুবির পর ৩টে ৩৫ মিনিট নাগাদ তিন তৃণমূল সাংসদকে সংসদে ঢুকতে বাধা দেন মার্শালরা…এটা গণতন্ত্র?’ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, তৃণমূল সাংসদদেরই হেনস্থা করা হয়েছে। এখন এসব ‘আষাঢ়ে গল্প বলা হচ্ছে’।
Leader of Oppn @kharge makes a powerful intervention on behalf of all Oppn supporting AITC MPs who were STOPPED from re-entering Rajya Sabha AFTER suspension was lifted. There's irrefutable video evidence.
Modi-Shah, here👇is what a UNITED OPPOSITION looks like. pic.twitter.com/aaLTYE5rtP
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 5, 2021
বুধবার রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভের জেরে সাসপেন্ড করা হয় তৃণমূলের ছয় সাংসদকে। এরা হলেন দোলা সেন, মহম্মদ নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ এবং মৌসম নূর। তৃণমূলের ছয় সাংসদকে সাসপেন্ড করাকে ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত সংসদ।