SUPREME COURT
Share it

পেগাসাস মামলা সুপ্রিম কোর্টে গৃহীত হলেও পিছিয়ে গেল শুনানি। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে,পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। পাশাপাশি শীর্ষ আদালত বিষয়টির গুরুত্ব স্বীকার করেই বলেছে, অভিযোগ অন্তত গুরুতর, সত্য সামনে আসবেই। শীর্ষ আদালতের পক্ষ থেকে নয় জন মামলাকারীর আইনজীবীকেই সরাসরি সরকারের কাছে পিটিশন জমা দিতে বলা হয়েছে।


বৃহস্পতিবার প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল সাংবাদিক এন রামের পক্ষে সওয়াল করেন। সিব্বাল বলেন, এটা দেশের নাগরিকদের গোপনীয়তা রক্ষার প্রশ্ন। তথ্য বলছে, সরকার ছাড়া এই প্রযুক্তি কেনার ক্ষমতা আর কারও ছিল না। এক একজনের ফোনে আড়ি পাততে ৫০ হাজার ডলার খরচ হয় বলেও আদালতকে জানান তিনি। এ বিষয়ে শীর্ষ আদালতকে তদন্তের আর্জি জানিয়ে কপিল বলেন, ফোনে আড়ি পাতার নির্দেশ কেন দেওয়া হল, তার জন্য কত অর্থ ব্যয় হয়েছে, তা জানতে তদন্তের প্রয়োজন।


সুপ্রিম কোর্টে পেগাসাস মামলার শুনানিতে প্রধান বিচারপতি এন ভি রমনের পর্যবেক্ষণ, “অভিযোগ অত্যন্ত মারাত্মক। কিন্তু, শুধুমাত্র সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে মামলা হয় না। কোথাও কোনো অপরাধীর বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হয়েছে কী? যাঁদের নাম উঠে আসছে তাঁরা অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাবান মানুষ। এই মামলার নথিতে আরও অনেক তথ্যের প্রয়োজন।”

Share it