পুরনো রেকর্ড ভেঙে ফের দেশে নতুন রেকর্ড গড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহ ধরে সংখ্যাটা ৭৮-৭৯ হাজারের আশেপাশে ঘোরাফেরা করলেও বৃহস্পতিবার সমস্ত রেকর্ড ভেঙে প্রায় ৮৪ হাজারের কাছে পৌঁছে গেল আক্রান্ত। করোনাভাইরাস সারা বিশ্বে ছড়ানোর পর এখনও অবধি কোনও দেশে এক দিনে এত জন আক্রান্ত হননি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩ হাজার ৮৮৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে মোট আক্রান্ত হলেন ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪০৬ জন। এখনও চিকিত্সাধীন রয়েছেন ৮,১৫,৫৩৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৯,৭০,৪৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮,৫৮৪ জন।
এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৭৭.০৯%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭,৩৭৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৪৩ জনের। মৃতের হার ১.৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ১১,৭২,১৭৯ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। দেশে মোট আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এখন শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিলের পরে।