Share it

ফের দেশে ৮০ হাজারের কাছাকাছি লাফ দিল করোনা আক্রান্তের সংখ্যা৷ মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ৭০ হাজারের নীচে নামায় সাময়িক স্বস্তি মিলেছিল স্বাস্থ্যমন্ত্রকের। কিন্তু, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা যেন কপালে ভাঁজ ফেলে দিল। বুধবার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮,৩৫৭৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশ করা তথ্যের ভিত্তিতে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ৬৯ হাজার ৫২৪৷ একদিনে মৃতের সংখ্যা ১০৪৫। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৬৬,৩৩৩ জন৷

দ্য ইন্ডিয়ান কাউন্সিল মেডিক্যাল রিসার্চ জানায়, মঙ্গলবার ১০,১২,৩৬৭ নমুনা পরীক্ষা করা হয়েছে৷ ১ সেপ্টেম্বর পর্যন্ত ৪৪,৩৩৭,২০১ নমুনা পরীক্ষা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে করোনা বিধ্বস্ত দেশ হিসেবে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত৷ 

এদিকে বাংলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সুস্থতার হার ৮৩.০৪ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৫৫ জন৷ ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,২৮৩। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৪৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১,৬৫,৭২১-এ। রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ২৪,৮২২। মঙ্গলবার রাজ্যে ৩,৩৪৬ জন সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার৬১৬ জন। 

Share it