নিউজ ওয়েভ ইন্ডিয়া: নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলার সময় নাকে মারাত্মক চোট পেয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলের রক্ষণের অন্যতম ভরসা হীরা মণ্ডল। সেই ম্যাচে শুশ্রুষার পর নাকে ব্যান্ডেজ বেঁধে ফের খেলতেও নেমেছিলেন তিনি। কিন্তু, প্রবল যন্ত্রণা হচ্ছিল তাঁর। এই পরিস্থিতিতে টিমের ডাক্তাররা তাঁকে অপারেশনের পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম্যাচ না খেলেই বাড়ি ফিরে আসেন লাল-হলুদের এই মরশুমের ‘আবিষ্কার’।
এবার টুইট করে নিজেই জানালেন তাঁর চোট নিয়ে সমস্যার কথা। হীরা জানিয়েছেন, শনিবারই তাঁর কলকাতার বাইপাসের ধারে একটি হাসপাতালে অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন। হীরা আরও বলেছেন, তাঁর নাকে হাড় টুকরো হয়ে সরে গেছে বাঁদিকে। ফলে অপারেশন না করলে আগামীদিনে তাঁর শ্বাসপ্রশ্বাসের অসুবিধা হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাই দেরি না করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে শনিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। সেই ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না স্প্যানিস মি়ডফিল্ডার ফ্রান সোতা। তাঁর কবজির হাড়ে ক্র্যাক হয়েছে বলে জানা গেছে।