নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিনিয়োগকারী সংস্থা হিসেবে ইস্টবেঙ্গলের সঙ্গে থাকা নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং শ্রী সিমেন্ট কর্ণধার হরিমোহন বাঙ্গুর। একটি সর্বভারতীয় স্পোর্টস ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ইস্টবেঙ্গলকে ছেড়ে যাওয়ার কোনও ইচ্ছে নেই তাঁদের। ইস্টবেঙ্গলের সঙ্গেই থাকতে চান তিনি। তবে তা নির্ভর করছে কয়েকটি বিষয়ের ওপর।”
ওয়েবসাইটকে মি. বাঙ্গুর বলেন, “এটা নিয়ে কোনও সন্দেহই থাকতে পারে না যে আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে থাকতে চাই। কিন্তু কয়েকটি বিষয়ের ওপর তা নির্ভর করছে। ওরাও পরিণত বুদ্ধির মানুষ। আমরাও তাই। তাই আমরা দেখতে চাই ওদের প্রত্যাশা পূরণ করতে পারি কিনা। দেখা যাক কী হয়।”
শ্রী সিমেন্ট কর্তা আরও বলেন, “এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি কী চাইছি বা আমার কী ভালো লাগে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের এই ব্যক্তিকেন্দ্রিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কর্পোরেট সংস্কৃতিকে আগে রাখতে হবে। এখানে ব্যক্তি স্বার্থ থেকে ক্লাবের স্বার্থই সবার আগে দেখা উচিত।” কয়েকদিন আগেই শ্রেণিক শেঠ যা বলেছিলেন, তার থেকে একেবারে বিপরীত মনোভাবের কথা জানিয়ে দিলেন SC কর্তা।