নিউজ ওয়েভ ইন্ডিয়া: ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে শ্রীসিমেন্টের বিচ্ছেদ এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা ঘোষণা হতে চলেছে। এমনটাই জানা গেছে বিনিয়োগকারী কর্তৃপক্ষ মারফৎ। এই বিচ্ছেদ একেবারেই নিঃশর্তে হতে চলেছে বলেও জানিয়েছে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট। এক কর্মকর্তার কথায়, তাঁরা চান না ইস্টবেঙ্গলের খেলার পথে বাধা হয়ে দাঁড়াতে। তাই বিচ্ছেদের সঙ্গেসঙ্গে স্পোর্টিং রাইটসও ফিরিয়ে দেওয়া হবে।
এদিকে বিচ্ছেদের দিনক্ষণ এগিয়ে আসার পাশাপাশি নতুন ইনভেস্টরের সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য চলতি সপ্তাহের শেষেই বাংলাদেশের পথে রওনা দিচ্ছেন লাল-হলুদ কর্তারা। ক্লাব সূত্রে খবর, সেখানে FDI থেকে আগামী মরশুমের সম্ভাব্য ফুটবলারদের নিয়ে দলগঠনও সম্পন্ন হয়ে যাবে। নতুন ইনভেস্টরের হাতে তালিকা তুলে দেওয়া হবে। পাশাপাশি বিদেশি ফুটবলারদের নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্লাবকর্তারা চাইছেন চার বিদেশি ফুটবলারকে চুক্তি করাতে। যাঁরা আগামী মরশুমে CFL খেলবে। তবে এক্ষেত্রে ISL খেলার অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। সবার আগে কোচিং স্টাফ চূড়ান্ত করতে চাইছে ক্লাব কর্তারা। ‘A’ লাইসেন্সধারী ভারতীয় কোচের তালিকাও তৈরি রেখেছে ক্লাব। বাংলাদেশ সফরে চূড়ান্ত হবে কোচিং স্টাফেদের নামও। সবমিলিয়ে ক্লাব চত্বরে কান পাতলে একটা ‘ফিল গুড’ আবহ তৈরি হয়েছে। আগামী মরশুমে পুরোদমে প্রস্তুতি শুরু করতে একেবারেই সময়ের অপচয় করতে চাইছেন না ক্লাব কর্তারা।