নিউজ ওয়েভ ইন্ডিয়া: SC East Bengal-এ প্রথম বিদেশি নিশ্চিত হল। চুক্তি চূড়ান্ত হয়েছে স্লোভেনিয়ান ফুটবল তারকা আমির ডারভিসেবিচের সঙ্গে। ইস্টবেঙ্গলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলিতে এই চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। আশা করা হচ্ছে, এরপর একের পর এক বিদেশি ফুটবলারের সঙ্গে চূড়ান্ত চুক্তি কথা ঘোষণা করবে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ।
এদিকে স্লোভেনিয়ান ছাড়াও একজন অস্ট্রেলিয় ও একজন ক্রোয়েশিয়ান ফুটবলারের সঙ্গে চূড়ান্ত চুক্তির কথা খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে।
ইতিমধ্যেই কোচ হিসেবে চুক্তি চূড়ান্ত হয়েছে ম্যানুয়েল মানোলো ডিয়াজের সঙ্গে। চুক্তিস্বাক্ষরের শেষে আমির ডারভিসেবিচ জানান, ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি সম্পর্কে তিনি শুনেছেন। স্লোভেনিয়াতেও তিনি অনেক ডার্বি ম্যাচ খেলেছেন।