Hugo Boumous
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ATK Mohun Bagan-এর প্র্যাকটিসে যোগ দিলেন Hugo Boumous। রবিবার সকালে কোচ অ্যান্তনিও লোপেজ হাবাসের অধীনে অনুশীলন করেন তিনি।

রবিবাসরীয় এই অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ATK Mohun Bagan। সেখানে দেখা যায় প্রীতম কোটাল, প্রবীর দাসদের সঙ্গে দাপিয়ে অনুশীলন করছেন Hugo Boumous। কোচ অ্যান্তনিও লোপেজ হাবাসের কড়া নজর ছিল বুমাসের প্র্যাকটিসের দিকে। ড্রিবল, পাসিং সহ শারীরিক অনুশীলনও করতে দেখা যায় তাঁকে।


দেশে তাঁর গাড়ি সহ পাসপোর্ট, লাইসেন্স ও জরুরি কিছু কাগজপত্র চুরি হয়ে যাওয়ায় দেরিতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন Hugo Boumous। তারপর কিছু তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে হয়। সেই কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে এবার স্বমহিমায় দেখা গেল এই ফ্রেঞ্চ ফুটবলারকে।

Share it