Diaz on Derby
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “কলকাতা ডার্বি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদিও এটা আমাদের দ্বিতীয় ম্যাচ, কিন্তু তবুও কোনও অজুহাত দিতে চাই না।” শনিবার ডার্বি ম্যাচের আগে সাংবাদিকদের একথা জানালেন SC East Bengal কোচ ম্যানুয়েল ডিয়াজ়। তিনি বলেন, “আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। যদিও জানি ATK Mohun Bagan খুবই ভালো একটা দল এবং তাদের কোচও আইএসএলে যথেষ্ট অভিজ্ঞ। আমাদের দলও খুব শক্তিশালী এবং আমাদের যতটা সম্ভব ভুলত্রুটি কম করার চেষ্টা করতে হবে। সেইসঙ্গে ATKMB-এর দুর্বলতা খুঁজে বের করে সেই জায়গাগুলোতে আক্রমণ করতে হবে।”

ডারেল সিডলকে শনিবার খেলতে দেখা যাবে কিনা সে সম্পর্কে ডিয়াজ় বলেন, “ডারেল খুব ভালো প্লেয়ার এবং ও আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। শনিবারের ম্যাচে যে কেউ খেলতে পারে।” ইস্টবেঙ্গলের সঙ্গে সেঁটে দেওয়া হচ্ছে ‘আন্ডারডগ’ তকমা। আর এই তকমাটাই না পসন্দ ম্যানুয়াল ডিয়াজ়ের। তিনি জানিয়ে দেন, আন্ডারডগ তকমা নিয়ে বিশেষ ভাবিত নই। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব। যদিও ATKMB লাস্ট সিজনে খুবই ভালো ফল করেছিল। ওদের দলের বেশিরভাগ সদস্যই বহুদিন ধরে একসঙ্গে খেলছে। কিন্তু, আমরাও তৈরি আছি।”

দল গঠন নিয়েও মুখ খুলেছেন স্প্যানিশ হেড কোচ। তিনি বলেন, “আমরা বিভিন্ন দিকগুলো নিয়ে কাজ করছি এবং সঠিক কম্বিনেশন গড়ে তোলার চেষ্টা করছি। কেননা সামনে অনেক ম্যাচ আছে। অল্প সময়ের মধ্যেই ম্যাচগুলো আমাদের খেলতে হবে। তাই আমাদের সমস্ত অপশন খোলা রাখতে হবে।” হুগো বুমৌস এবং রয় কৃষ্ণাকে আটকানোর জন্য তার কী কৌশল সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ডিয়াজ় বলেন, “শুধু হুগো বা কৃষ্ণাকে নিয়ে ভাবছি না আমি। আমার কাছে গোটা ATKMB দলটাই প্রতিপক্ষ। আর মার্কিং নির্ভর করছে ম্যাচের সিচুয়েশনের উপরে।”

Share it