IPL শুরু হতে আর বেশি দেরি নেই। মাত্র ১০দিন হাতে। তাই দেরি না করে দুবাইয়ের উদ্দেশে পাড়ি দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহও। বুধবার সকালের বিমানেই BCCI প্রেসিডেন্ট কলকাতা থেকে আমদাবাদ উড়ে যান। সেখান থেকেই দুবাইয়ের বিমান ধরেন। ছ’মাস পর বিমান সফরের কথা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেন সৌরভ। ফেস শিল্ড, মাস্ক পরিহিত ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, “ছ’মাসে এটাই আমার দুবাইয়ে প্রথম বিমান যাত্রা। আইপিএলের জন্য যাচ্ছি।জীবনযাত্রা এখন অনেকটাই বদলে গিয়েছে।”
দেখুন ছবি:
১৯ সেপ্টেম্বর থেকে বল গড়াচ্ছে এ বারের IPL-এর। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। জৈব সুরক্ষা বলয় থেকে শুরু করে মাঠ ও হোটেলের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখার জন্যই বোর্ড প্রেসিডেন্ট ও সচিব ১০ দিন আগেই আমিরশাহি পৌঁছে যাচ্ছেন। সেখানে তাঁদের ছ’দিনের কোয়রান্টিনে থাকতে হবে।
গত বছর অক্টোবরে বোর্ড সভাপতির মসনদে বসেন সৌরভ গাঙ্গুলি। BCCI সভাপতি হিসেবে এটাই তাঁর প্রথম IPL টুর্নামেন্ট। দেশের অধিনায়ক থাকার সময়ে কঠিন পরিস্থিতি থেকে বহুবার ম্যাচ বের করে নিয়েছিলেন সৌরভ। এ বারও বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তাঁর সামনে কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মহারাজ কেমনভাবে সামলান, সেদিকে নজর ক্রিকেটপ্রেমীদের।