Share it

ফের ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। এবার IPL থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন অলরাউন্ডার সুরেশ রায়না। শীঘ্রই দেশে ফিরে আসছেন তিনি। তবে কী কারণে তিনি এবার IPL খেলছেন না, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত কারণেই তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।

শুক্রবারই CSK শিবিরে একসঙ্গে ১৩ জনের কোভিড পজিটিভ ধরা পড়ে। এরমধ্যে একজন ক্রিকেটারও রয়েছেন। বাকিরা সাপোর্ট স্টাফ। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে শুক্রবার থেকে অনুশীলন শুরুর কথা ছিল CSK শিবিরে। কিন্তু, ওই ঘটনার পর ফের কোয়ারেন্টাইনে চলে যেতে হয় গোটা টিমকে। ১ সেপ্টেম্বর থেকে অনুশীলন ফের শুরু করার কথা টিমের। IPL টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর।

Share it