Share it

সুরেশ রায়না, লাসিথ মালিঙ্গার পর এবার IPL থেকে সরে দাঁড়ালেন হরভজন সিং। শুক্রবার টুইট করে এখবর জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এবারের IPL থেকে সরে দাঁড়ালেন টার্বুনেটর। তবে তাঁর এই সিদ্ধান্তে স্বভাবতই বিপাকে পড়বে CSK।

হরভজন সিংহ সতীর্থদের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে যাননি। তার আগে চেন্নাইয়ে হওয়া প্রি-সিজন ক্যাম্পেও যোগ দেননি অফস্পিনার। ফলে, তাঁর IPL খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মনে করা হচ্ছিল যে এ বারের IPL-এ CSK-এর জার্সি গায়ে হয়ত খেলতে দেখা যাবে না তাঁকে। সেই জল্পনাই এবার সত্যি হল। ব্যক্তিগত কারণের জন্য তিনি সরে দাঁড়ালেন IPL থেকে। তাঁর সিদ্ধান্ত তিনি সিএসকে শিবিরে জানিয়েও দিয়েছেন বলে খবরে প্রকাশ।

আমিরশাহিতে IPL শুরুর আগে সমস্যার পাহাড়ে চেন্নাই সুপার কিংস। দলের দুই ক্রিকেটার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ১৩ জন করোনায় আক্রান্ত। ব্যক্তিগত কারণে IPL না খেলে দুবাই ছেড়ে দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না। এবার হরভজন সিংয়েরও সার্ভিস পাবেন না ক্যাপ্টেন কুল। চেন্নাই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হরভজন সিং। ২০১৮ সালের IPL নিলামে ২ কোটি টাকার বেশ প্রাইসে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেয়। গত মরসুমে CSKকে-এর হয়ে ১১ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছিলেন ভাজ্জি।

Share it