Share it

করোনা আবহে তিনি আইপিএল খেলতে এসেছেন। তাই এই টুর্নামেন্টের গুরুত্ব বোঝেন। টুর্নামেন্টের সমস্ত ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদেরই বুঝতে হবে কোন পরিস্থিতিতে IPL খেলতে এসেছেন। তাই নিছক আনন্দ করা তাঁর উদ্দেশ্য নয়। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে সাফ জানালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, পরিস্থিতির গুরুত্ব বুঝে সেই অনুযায়ী প্রত্যেককে নিজের সেরাটা দিতে হবে। দুবাইতে ‘বায়ো বাবল’ সুরক্ষাবিধি সকলকে মেনে চলতে হবে এবং পরিস্থিতিকে সম্মান জানিয়ে ক্রিকেটের প্রতি সকলকে মনোযোগী হতে হবে বলে মনে করেন বিরাট।

করোনা ভাইরাসের আবহে যে আদৌ IPL-এর আসর বসবে, তা দুমাস আগেও কল্পনা করতে পারেননি RCB অধিনায়ক। দুদিন আগে যখন তিনি নেটে ব্যাট করতে নামেন, তখন প্রকৃত সময়ের ব্যবধান বুঝতে পারেন বলে মন্তব্য করেছেন বিরাট কোহলি। করোনা ভাইরাসের জেরে পাঁচ মাস ব্যাট হাতে মাঠে নামতে পারেননি। এতদিন পর RCB-এর নেটে ব্যাট করতে নেমে তিনি যে প্রথমে একটু নার্ভাস ছিলেন, তা সরলভাবেই স্বীকার করেছেন ভারত অধিনায়ক। তবে বিরাট বলেন, পরিস্থিতি যতটা খারাপ ভেবেছিলেন, ততটাও নয়।

করোনা ভাইরাসের জেরে লকডাউন চলাকালীন বাড়িতে শরীরচর্চায় কোনও ফাঁকি রাখেননি বলেও জানিয়েছেন বিরাট কোহলি। তাঁর অনুমান, সেই কারণে সম্ভবত পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নিতে তাঁর সমস্যা হচ্ছে না। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক জানিয়েছেন, পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারার জন্য টিমের সাপোর্ট স্টাফ বিশেষ করে টিম ডিরেক্টর মাইক হেসেনের অবদান অনেক।

Share it