এবার আলুর ফলন কম থাকায় সেই দাম আরও বাড়বে বলে মনে করছেন হুগলির আলু ব্যবসায়ীরা
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: গ্রামবাংলার মাঠ থেকে আলু তোলার কাজ এখন প্রায় শেষের পথে। দিনকয়েক আগেও বাংলার চাষবাসের এলাকায় জোর কদমে আলু তোলার কাজ ছিল চোখে পড়ার মতো। এখন মাঠ থেকে আর প্রায় ১০ শতাংশ মতো আলু তোলার কাজ বাকি আছে। দু-একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে সেই কাজ। তাই বাংলার হিমঘর অর্থাৎ কোল্ড স্টোরেজগুলিতে এখন আলু লোডিংয়ের কাজ প্রায় শেষের দিকে। তবে প্রথমদিকে আলুর দর না থাকলেও শেষের দিকে এখন ক্রমশ বাড়ছে বস্তা প্রতি আলুর দাম। এবার আলুর ফলন কম থাকায় সেই দাম আরও বাড়বে বলে মনে করছেন হুগলির আলু ব্যবসায়ীরা।

মাটির গুণমানের জন্য বাংলার জেলাগুলির মধ্যে হুগলিতে আলুচাষের বেশ সুনাম রয়েছে। হুগলির কৃষক ও আলু ব্যবসায়ীদের মতে, এখনও পর্যন্ত প্রায় ৫০ শতাংশ আলু লোডিং হয়েছে হিমঘরগুলিতে। তবে সবকটি স্টোরে কিন্তু এখনও ৫০ শতাংশও আলু লোডিং হয়নি। অর্থাৎ হিমঘরগুলিতে অর্ধেকও আলু ভর্তি হয়নি। এবারে আলুর ফলন গতবারের তুলনায় বেশ খানিকটা কম তাই গতবারের তুলনায় হিমঘরগুলিতে এবার কম পরিমাণে আলু লোডিং হওয়াই স্বাভাবিক। ব্যবসায়ীদের দাবি, মেরেকেটে এবার ৬০ থেকে ৭০ শতাংশ আলু লোডিং হবে স্টোরগুলিতে। তাই ভবিষ্যতে আলুর বাজার আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতবছর আলুর ফলন এবারের তুলনায় বেশি ছিল। কোল্ড স্টোরগুলিতে আলু লোডিংয়ের হার ছিল সেবার প্রায় ৮০ শতাংশ। লোডিংয়ের সময় বস্তা প্রতি আলুর দাম ছিল সাড়ে ৮০০ টাকা করে। আর সারা বছর আলুর আলুর ফ্রি-বন্ড বিক্রি হয়েছে ৭০০ থেকে ৭২০ টাকা বস্তা হিসেবে। শুধু শেষের দিকে ডিসেম্বর মাসে দাম অনেকটাই কমে হয়েছিল ১২০ টাকা বস্তা।

কিন্তু এবার আলু ওঠার সময় প্রথম দিকে মাঠে বস্তা প্রতি আলুর দাম ছিল ২৭০ টাকা করে। এখন সেই দাম অনেকটাই বেড়েছে। সেইসঙ্গে রয়েছে স্টোর লোডিংয়ের খরচ। সবমিলিয়ে হুগলির বিভিন্ন জায়গায় কোল্ড স্টোরগুলিতে এখন লোডিং আলুর দাম ৪০০ থেকে ৪৭০ টাকা বস্তা। তাই আলু ব্যবসায়ীদের হিসেব বলছে, এবার ফলন কম, আর স্টোরও যদি কোনওমতে মেরেকেটে ৭০ শতাংশ লোডিং হয়ে থাকে তাহলে আলুর দর বস্তা প্রতি ৫০০ ছাড়িয়ে ৬০০ থেকে ৭০০ টাকা প্রতি বস্তা হওয়ার সম্ভাবনা প্রবল।

Share it