সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের 'DG Gold'-এর বিজ্ঞাপনে কমেডি অবতারে সৌরভ গাঙ্গুলি
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: পূর্ব ভারতের বৃহত্তম সংগঠিত গয়নার খুচরা বিক্রেতা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। তাদের ডিজি গোল্ড (https://mydigigold.com) নামে অনলাইন সোনা লেনদেনের প্ল্যাটফর্মের জন্য সৌরভ গাঙ্গুলির সাথে একটি নতুন বিজ্ঞাপনী প্রচার শুরু করল। এই প্রচার পর্বে বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে সংস্থার ডিজিটাল সোনার ব্যবসা ‘ডিজিগোল্ড’ (DG Gold)-এর প্রচার করতে দেখা যাবে। প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি।

প্রাক্তন ভারত অধিনায়ককে এবার দেখা যাবে মজাদার চরিত্রে। এই প্রচারে, সৌরভ গাঙ্গুলি অভিনীত ৩টি হাস্যরসাত্মক চলচ্চিত্রের একটি সিরিজের মাধ্যমে ডিজি গোল্ডে সোনা কেনা কতটা সহজ, তা তুলে ধরা হয়েছে। এই ফিল্মগুলিতে, সৌরভ সুপরিচিত লোককাহিনীর ৩টি চরিত্রে অভিনয় করছেন। প্রতিটি বিজ্ঞাপনে প্রাক্তন ভারত-অধিনায়কের একটি বার্তা দিয়ে শেষ হচ্ছে–। তিনি বলছেন, ‘সোনা পাওয়ার জন্য এত ঘুর-পথে কেন যাবেন, যখন আপনি সেনকো ডিজি গোল্ডে সহজেই সোনা কিনতে পারবেন!’ এই বিজ্ঞাপনী ছবিগুলিতে সৌরভ গাঙ্গুলিকে এমন কমেডি অবতারে দেখা যাবে, যেভাবে তাঁকে আগে কখনও দেখা যায়নি। এই বিজ্ঞাপনগুলো টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে চলবে।

এই অনুষ্ঠানে নিজের মতামত ব্যক্ত করে সৌরভ গাঙ্গুলি বলেন, “আমি নতুন প্রচার নিয়ে খুবই উচ্ছ্বসিত, যেটি অনলাইনে সোনার লেনদেন সম্পর্কে মজার এবং তথ্যপূর্ণ ধারণা দেবে। আমি এই ব্র্যান্ডের সাথে নতুন নই। কারণ, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর সাথে আমার অ্যাসোসিয়েশন ২০১৫ থেকে শুরু হয়েছে। সেনকো গোল্ড একটি বিশ্বস্ত জুয়েলারি ব্র্যান্ড। এমন একটি বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুব খুশি।”

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর এমডি এবং সিইও শুভঙ্কর সেন বলেন, “আমরা আজ থেকে প্রায় একবছর আগে আমাদের ওয়েবসাইট mydigigold.com-এর মাধ্যমে গ্রাহকদের সোনাকেনা, রিডিম এবং বিক্রি করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজি গোল্ড চালু করেছিলাম। এই প্রচারাভিযানে, আমাদের জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলিকে তিনটি ভিন্ন অবতারে দেখা যাবে, যা ডিজি গোল্ডের মূল বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছে। যেগুলি হল, তাৎক্ষণিক ঝঞ্ঝাট-মুক্ত লেনদেন, বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনা, সম্পূর্ণ নিরাপত্তা এবং বীমার সুবিধা। আমরা নিশ্চিত যে আমাদের গ্রাহকরা এই প্রচারাভিযানটি পছন্দ করবেন।

সংস্থার চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার দিব্যেন্দু বরাল অনলাইন অ্যাপটি সম্পর্কে বিশদে ব্যাখ্যা করেন।

সংস্থার কর্ণধার শ্রী শুভঙ্কর সেন, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ডিরেক্টর জয়িতা সেন-এবং পুরো মার্কেটিং টিমকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও তিনি চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার দিব্যেন্দু বরাল এবং টেকনিক্যাল টিমকেও ধন্যবাদ জানিয়েছেন এই নতুন যুগের প্রোডাক্টটি তৈরি করার জন্য।

Share it