Kolkata the 42
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিশ্বজুড়ে প্রতি ঘন্টায় ৪০০ জন মানুষের মৃত্যু হয় বায়ু দূষণের কারণে অর্থাৎ প্রতি মিনিটে ১৩ জনের প্রাণ কাড়ে বায়ু দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তথ্য ঘুম কেড়ে নিতে পারে যে কোনও কলকাতাবাসীর। কারণ, এই শহর দেশে বায়ু দূষণ জনিত মৃত্যুতে প্রথম স্থানে। এই ভয়াবহ পরিস্থিতিতে শহরের বায়ু দূষণ নিয়ে মানুষের মধ্যে সতর্কতা বাড়াতেই এগিয়ে এল কলকাতার অন্যতম বড় ক্লাব বাদামতলা আষাঢ় সংঘ।

বাদামতলা আষাঢ় সংঘে খুঁটি পুজো
বাদামতলা আষাঢ় সংঘে খুঁটি পুজো

বেঙ্গল ক্লিন এয়ার নেটওয়ার্কের সঙ্গে হাতে হাত মিলিয়ে এবার থেকে কাজ করবে এই ক্লাবের দুর্গাপুজো কমিটি। অক্ষয় তৃতীয়ায় বাদামতলা আষাঢ় সংঘ বায়ু দূষণ নিয়ে খুঁটি পুজো উপলক্ষে তাদের এই নতুন যাত্রাপথের সূচনা হলো। সচেতনতা বৃদ্ধি করতে কলকাতায় এই প্রথম কোনও পুজো কমিটি উদ্যোগ গ্রহণ করল। বাদামতলা আষাঢ় সংঘ বেঙ্গল ক্লিন এয়ার নেটওয়ার্ক এবং সুইচ অন ফাউন্ডেশন যৌথভাবে কলকাতার ক্রমবর্ধমান বায়ু দূষণ সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। বিশেষ করে পুজোর সময় ঠাকুর দেখতে আসা মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে পূজা কমিটি ও নেটওয়ার্কের।

বাদামতলা আষাঢ় সংঘ যুগ্ম সম্পাদক সন্দীপ চক্রবর্তী বলেন, “আমরা শহরের বায়ু দূষণের মাত্রা কমানো নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ। তাই এরকম একটা উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। শুধু মাত্র পুজোর সময় নয়, মা দুর্গার আশীর্বাদ নিয়ে সারা বছর বায়ু দূষণের বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে।” সুইচ অন ফাউন্ডেশনের এমডি বিনয় জাজু বলেন, “বায়ু দূষণ একটি নীরব ঘাতক। যা প্রতিবছর অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। সেই বায়ু দূষণের সবরকম কুপ্রভাবে প্রভাবিত কলকাতা। আমরা খুশি যে বাদামতলা আষাঢ় সংঘের মত একটি বড় পুজো কমিটি বায়ু দূষণের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়া।”

Share it