নিউজ ওয়েভ ইন্ডিয়া: দেশের বৃহত্তম Hospitality কম্পানি, ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL), নিউটাউনে তাজ সিটি সেন্টার বিলাসবহুল হোটেল খোলার কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ তথা কলকাতায় এই হোটেলটি আভিজাত্য এবং বিলাসিতার একটি নিদর্শন হতে চলেছে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সুপ্রাচীন এই ব্র্যান্ড ‘তাজ’ বিশ্বের কাছে অন্যতম সেরা আকর্ষণ। আধুনিকতা ও সংস্কৃতির মেলবন্ধনে এই তাজ হোটেল গ্রুপ তিলোত্তমার অতিথিদের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করতে প্রস্তুত।
শনিবার নিউটাউনে এই বিলাসবহুল হোটেলের ব্যাঙ্কোয়েটে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন IHCL এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পুনীত ছটওয়াল এবং অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া।
IHCL এর MD এবং CEO পুনীত ছটওয়াল বলেন, “আমরা নিউ টাউনের তাজ সিটি সেন্টার উদ্বোধনের সঙ্গে কলকাতায় দ্বিতীয় তাজ হোটেল ঘোষণা করতে পেরে আনন্দিত। বৌদ্ধিক, শৈল্পিক এবং সাংস্কৃতিক রাজধানী হিসাবে বিবেচিত কলকাতা, পূর্ব ভারতের একটি প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্র। আমরা এই শহরে ব্র্যান্ডেড হস্পিটালিটি আরও বেশি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নতুন মোড়কে এই হোটেলের উদ্বোধনের ফলে অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।”
অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান, হর্ষ নেওটিয়া সাংবাদিকদের বলেন, “আমরা IHCL-এর সঙ্গে আমাদের অংশীদারিত্ব প্রসারিত করতে পেরে আনন্দিত। আজ থেকে সিটি সেন্টার নিউ টাউন একটি ব্যবসা এবং অবসর যাপনের আকর্ষণীয় গন্তব্য হিসাবে পরিগণিত হবে। কলকাতার সার্বিক উন্নয়নের সাক্ষী হওয়ার জন্য নিখুঁতভাবে এই হোটেলটির দ্বার অতিথিদের জন্য খুলে দেওয়া হয়েছে।”
তাজ সিটি সেন্টার নিউ টাউনে রয়েছে ১৩৭টি রুম এবং ১০টি স্যুট। প্রাইভেট জ্যাকুজি সহ বিলাসবহুল স্যুট থেকে শুরু করে আভিজাত্যে ভরা শয়নকক্ষ পর্যন্ত, এটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা সহ অবসর যাপনের একটি দুর্দান্ত জায়গা। শামিয়ানাতে অতিথিরা বিশ্বের বিভিন্ন প্রান্তের রন্ধন প্রণালীর মজাদার খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন। Wykiki-তে একটি প্রাণবন্ত সেমি-আলফ্রেস্কো বন্দোবস্ত রয়েছে। এম্পায়ারর’স লাউঞ্জে ব্রু এবং বেকের সেরা সংগ্রহ পাবেন অতিথিরা। এখানে পুরস্কারপ্রাপ্ত সেরা ভারতীয় এবং সম্পূর্ণ প্রাকৃতিক জিভা স্পাও রয়েছে। হোটেলটিতে রয়েছে কনফারেন্স এবং জমকালো সামাজিক অনুষ্ঠানের আয়োজনের জন্য ছয়টি ব্যাঙ্কোয়েট হল। তাজ সিটি সেন্টার নিউ টাউন হোটেলটি নতুনভাবে পথচলা শুরুর ফলে IHCL-এর অধীনস্ত মোট ছয়টি হোটেল কলকাতা শহরজুড়ে অতিথি পরিষেবায় নিয়োজিত থাকবে।