Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: নতুন ভাবে, নতুন স্বাদে। হাওড়ার বাঁকড়া, অঙ্কুরহাটি ও বাগনানে HFC-এর আউটলেটে আপনার পছন্দের মেনুগুলো আরও সুস্বাদু, আরও লোভনীয় করে তোলা হয়েছে। বাঁকড়ার দোতলা মোড়ের আউটলেটে ইতিমধ্যেই বেশকিছু আইটেমে নতুনত্ব আনা হয়েছে। আর তা দারুন জনপ্রিয়ও হতে শুরু করেছে। আসুন শুনে নেওয়া যাক এখানকার খাবার নিয়ে ক্রেতারা কী বলছেন।

কীভাবে খাবারের গুণগত মান ও স্বাদ বজায় রাখছে HFC? এবিষয়ে সংস্থার কর্ণধার শেখ নাফিস আলি জানিয়েছেন, দেশের মাত্র কয়েকটি সংস্থার মতো তাঁরাও বিশেষ RND ল্যাবে তাঁদের খাবারের গুণমান পরীক্ষা করেন। ফলে এই খাবার অনেক হাইজেনিকও।

HFC-এর আউটলেটগুলিতে সংযোজিত হয়েছে নতুন কয়েকটি আইটেমও। এখন পাওয়া যাচ্ছে ভ্যানিলা, চকোলেট সফটি ও ভার্জিন মজিটো ও ব্লু ওসানের মতো মকটেল। তবে আর দেরি কিসের, এখনই আপনার প্রিয়জনকে নিয়ে চলে আসুন বাঁকড়ার দোতলা মোড়ে HFC-এর আউটলেটে।

Share it