Tegharia Indipendence Day
Share it

তেঘড়িয়া ঢালিপাড়ায় ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন হল মাতৃভূমি সংঘের উদ্যোগে। জাতীয় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশবন্দনার আয়োজন করা হয় রবিবার। স্থানীয় বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনাও জানানো হয়।


সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন পিঙ্কি মণ্ডল গুহ। নাচের মাধ্যমে অখণ্ড ভারত ও সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। বিশেষ প্রশংসিত হয় তাঁর পরিবেশনা। এছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অর্ঘ মণ্ডল, দিশা মণ্ডল, জয়িতা চট্টোপাধ্যায়। নৃত্য ও সংগীতানুষ্ঠানের পাশাপাশি ওইদিন কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল মাতৃভূমি সংঘের উদ্যোগে।

ঢালিপাড়ায় এই কয়েক ঘণ্টার অনুষ্ঠান মন ছুঁয়ে যায় সকলের। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনই নয়। রবিবার ক্লাব সদস্যের উদ্যোগে নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল এলাকায়। সদস্যরা ছাড়াও এলাকার বাসিন্দারাও নৈশভোজে আমন্ত্রিত ছিলেন। মাতৃভূমি সংঘের সদস্যদের প্রত্যেকেরই বয়স ৩০-এর নীচে। এলাকার তরুণ ও যুবকদের এহেন উদ্যোগ ও আয়োজনে খুশি সকলেই।

Share it