৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন মনপ্রীত সিংরা। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে Tokyo Olympics-এ ব্রোঞ্জ পদক জিতে নেয় ভারত। ১৯৮০ সালের পর এই প্রথম হকিতে অলিম্পিক্স পদক আসল দেশে। সেবার সোনা এসেছিল। এবার এল ব্রোঞ্জ। তবুও অলিম্পিক্স পদকের মর্যাদা ও গুরুত্ব দুটোই আলাদা। টোকিও অলিম্পিক্সে পদক পাওয়ায় এই নিয়ে অলিম্পিক্সে একডজন পদক হয়ে গেল ভারতের। এরমধ্যে ৮টি সোনা, রূপো একবার ও ব্রোঞ্জ তিনবার এসেছে।