স্বপ্ন অধরা থাকলেও রানি রামপালদের মরিয়া লড়াই প্রশংসিত হয়েছে দেশজুড়ে। হার না মানা অদম্য মনোভাবের জন্যই ৪১ বছর পর টোকিও অলিম্পিক্সে সম্মানজনক স্থানে শেষ করতে পেরেছে ভারত। এবার তারই পুরস্কারস্বরূপ মহিলা হকি দলের ৯ সদস্যের প্রত্যেককে ৫০ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে হরিয়ানা সরকার। এবারের ভারতীয় মহিলা হকি দলে ৯ জন সদস্য রয়েছে।
শুক্রবার টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থানে করল ভারতের মহিলা হকি দল। ১৯৮০ সালের পর ফের চতুর্থ স্থানে ভারত। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ভারত হেরে গেল ৩-৪ গোলে।
হেরে গেলেও প্রশংসিত হচ্ছে রানিদের লড়াই। গত বারের সোনাজয়ী গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে এক সময় ০-২ গোলে পিছিয়ে গিয়েছিল ভারত। তবে কখনও লড়াই ছাড়েনি। দুই গোল হজম করলেও তিন গোল করে ফিরে আসে দল।
গ্রেট ব্রিটেন একাধিক পেনাল্টি কর্নার পেলেও গোল করতে দেননি সবিতারা। তবে মরিয়া লড়াই করেও শেষ রক্ষা হয়নি। ভারতের মহিলা দলের এই লড়াইয়ে একটা ব্যাপার পরিস্কার, ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে এই সাফল্যে। হকি নিয়ে দেশের মানুষের উৎসাহ বেড়েছে বহু গুন।