উদ্ধার হওয়া EVM ও vvpat
Share it

উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে VVPAT ও EVM মেলার পর সংশ্লিষ্ট সেক্টর অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নতুন সেক্টর অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই EVM এবং VVPATগুলি ভোটের কাজে আর ব্যবহার করা হবে না বলে জানানো হয়েছে কমিশনের তরফে।


রাজ্যে তৃতীয় দফার ভোটের আগে তৃণমূল নেতার বাড়ি থেকে ৪টি EVM ও ৪টি VVPAT উদ্ধার হয়। হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তুলসিবেড়িয়া গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীরা ওই তৃণমূল নেতার বাড়ি ঘিরে রাখলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উত্তেজিত জনতার সঙ্গে বচসা বেঁধে যায় পুলিশের। জনতাকে ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ লাঠি চালায়।

সেক্টর অফিসারের বিরুদ্ধে অভিযোগ, সোমবার মাঝরাতে গাঁতাইত পাড়ায় স্থানীয় তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে EVM ও VVPAT পৌঁছে দেন তিনি। এই খবর জানাজানি হতেই ওই তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলেন গ্রামবাসীরা। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

BJP-এর অভিযোগ, ভোটে রিগিং করার উদ্দেশ্যেই এগুলি তৃণমূল নেতার বাড়িতে জড়ো করা হয়েছিল। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে বিষয়টি নিয়ে মুখ খোলা হয়নি।

Share it