সংবর্ধনা জানানো হচ্ছে জ্যোৎস্না মান্ডিকে
Share it

শপথগ্রহণের পর কলকাতা থেকে বাঁকুড়ায় রানিবাঁধে নিজের বাড়িতে ফিরলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। যুব, মহিলা, সংখ্যালঘু সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তিনবারের বিধায়ক এবং খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে ফুল,মালা পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। পাশাপাশি মিষ্টিমুখও করান তৃণমূল নেতাকর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়া ব্লক তৃণমূল সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।
দেখুন ভিডিও:

পরে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী। জ্যোৎস্না মান্ডি বলেন, “জয়ের আনন্দ সবসময়ই অন্যরকম। তারপর মন্ত্রী হতে পারে আরো ভালো লাগছে। কিন্তু, এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে। কোভিড পরিস্থিতিতে কীভাবে মানুষকে সাহায্য করা যায়, এটাই এখন মূল লক্ষ্য।” এছাড়া জঙ্গলমহলের মানুষকে বিগত বছরের ন্যায় উন্নয়নের শামিল করতে হবে। তার জন্য বার্তা দিয়ে রাখলেন খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি।

Share it