ভ্যাকসিনের লাইনে বচসা
Share it

ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে তুমুল হাতাহাতির ঘটনা ঘটল বারাসত হাসপাতালে। ফলে চরম বিশৃঙ্খলা দেখা দেয় সেখানে। বচসা ও হাতাহাতিতে জড়ালেন ভ্যাকসিন গ্রাহকরা।
দেখুন ভিডিও:


বুধবার বারাসত হাসপাতালে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলছিল। সেখানেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন এক মহিলা ও এক ব্যক্তি। লাইন ভেঙে পরিচিতদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ নিয়েই ঝামেলার সূত্রপাত। বচসা ও ধাক্কাধাক্কি তো ছিলই। এমনকী মারামারি হওয়ারও উপক্রম হয় সেখানে। অভিযোগ, অনেকেই হাসপাতালের কর্মীদের ধরে লাইন লোক ঢুকিয়ে দিচ্ছেন। এই অভিযোগ তুলে আপত্তি জানান লাইনে দাঁড়ানো ভ্যাকসিন গ্রাহকরা।

করোনার ভ্যাকসিনের সঙ্কটে নিত্যদিন এমনই বিশৃঙ্খলার ঘটনা ঘটছে জেলায় জেলায়। একেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। তার ওপর ভ্যাকসিন না পেয়ে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে। আর সেই কারণে লাইনে দাঁড়ানো গ্রাহকরা একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন। প্রত্যেকেই ভ্যাকসিন নিতে চান একই দিনে। কিন্তু, সেই পরিমাণ ভ্যাকসিনের জোগান নেই সেন্টার গুলিতে। আর সেই কারণেই তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খলা।

Share it