Abhishek Banerjee
Share it

তৃণমূল যুবনেতাদের ওপর আক্রমণের প্রতিবাদে তাঁদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটেয় আগরতলায় সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূল যুব নেতাদের ওপর বিজেপির বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে ত্রিপুরায় রবিবার দিনভর লাগাতার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই ত্রিপুরায় গেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, মন্ত্রী ব্রাত্য বসু, দোলা সেন। সাংবাদিক বৈঠকে কী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

এর আগে মহামারী আইন ভঙ্গের অভিযোগে ভোর রাতে গ্রেফতার করা হল দেবাংশু, সুদীপ সহ ১১ জন তৃণমূল নেতা-কর্মীকে। রবিবার বেলা ১১টায় তাঁদের আদালতে পেশ করা হবে। শনিবার ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন যুব তৃণমূল নেতারা। ইটের আঘাতে রক্তাক্ত হন সুদীপ রাহা, জয়া দত্ত। আঘাত পান দেবাংশু ভট্টাচার্যও। এরপর শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা।

এই হামলার প্রতিবাদে এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে রবিবারই ত্রিপুরায় পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারই একটি টুইটে তিনি লেখেন, ‘BJPর হিংস্র গুন্ডাদের হাতে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে আমি ত্রিপুরায় আসছি। শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই চালিয়ে যাব। এটাই আমার অঙ্গীকার। বিপ্লব দেবের ক্ষমতা থাকলে আটকান।’ ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছেছেন ব্রাত্য বসু, দোলা সেন এবং কুণাল ঘোষও।

Share it