ফের ছন্দপতন। মঙ্গলবার রাতে ইতিবাচক বৈঠকের কথা তৃণমূল সূত্রে জানানো হলেও বুধবার দুপুরে ফের বেঁকে বসেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ওই বৈঠকের পর দলীয় নেতৃত্ব যে ভাবে প্রকাশ্যে মন্তব্য করেছেন, তাতে নন্দীগ্রামের বিধায়ক অসন্তুষ্ট। বুধবার দুপুরে সৌগত রায়কে SMS করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, ‘আর একসঙ্গে কাজ করা সম্ভব নয়।’ তাঁর ঘনিষ্ঠমহল সূত্র মারফত তেমনই খবর পাওয়া গেছে।
সৌগত রায় মেসেজ প্রাপ্তির কথা স্বীকার করলেও, তাতে কী লেখা ছিল, তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি। তবে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “বৈঠকে যা হয়েছে সত্যনিষ্ঠার সঙ্গে আপনাদের জানিয়েছিলাম। মন পরিবর্তন করলে তাঁর সিদ্ধান্ত, তিনিই সংবাদমাধ্যমে জানাবেন। আমি কিছু বলব না।” শুভেন্দুও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
মঙ্গলবার রাতে সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে ভোটকুশলী প্রশান্ত কিশোর ছিলেন। বৈঠকের পর তৃণমূল সূত্রে জানানো হয়, “মনোমালিন্য মিটে গিয়েছে। বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। তৃণমূলেই থাকছেন শুভেন্দু। দু-এক দিনের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্ত জানাবেন তিনি।”
রাজনৈতিক মহলের বিশ্লেষণ, মঙ্গলবার রাতের বৈঠকের আগে পর্যন্ত দল বা দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক যে জায়গায় ছিল, এই ‘SMS’-এর পর কার্যত সেই অবস্থানেই ফিরে গেল গোটা বিষয়টি।