Share it

২০২১-এর নির্বাচন যে কঠিন তা বলার অপেক্ষা রাখে না। তবে তৃণমূলের কোনও ভয় নেই। তৃতীয় বার সরকার গঠন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মমতার সঙ্গে আগামীর বঙ্গে’ নামক একটু অনুষ্ঠানে একথা জানালেন ওয়েবকুপার সভাপতি কৃষ্ণকলি বসু।

এবারে আসন্ন বিধানসভা নির্বাচনী প্রচারে এই অনুষ্ঠানের মাধ্যমেই পদার্পন করল WBCUPA (ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসরর্স অ্যাসোসিয়েশন)। সম্প্রতি ওয়েবকুপার প্রায় ৩০০ জন অধ্যাপক ও অধ্যাপিকা রানি রাসমনি এভিনিউতে একটি পথ সভার আয়োজন করেছিলেন।

মমতার সঙ্গে আগামীর বঙ্গে নামক এই অনুষ্ঠানের প্রচার অভিমুখ ছিল সাধারণ মানুষরাই। সরকারের এক হাজারটি রিপোর্ট কার্ড ও বাংলার ‘গর্ব মমতা’ লেখা মাস্ক বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন পথ চলতি বহু মানুষ। ছিল নাচ, গান, মুখাভিনয় ও গীতি আলেখ্যর মতো সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়েবকুপার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আতসবাজির প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সেখানেই কৃষ্ণকলি বসু বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ শুধু সময়ের অপেক্ষা। আগাম জয়ের বার্তা দিতেই এই অনুষ্ঠান। আগামীদিনে জেলার বিভিন্ন জায়গায় এধরনের কর্মসূচি গ্রহণ করা হবে এবং তাতে সাধারণ মানুষের আরও বেশি করে সামিল করার চেষ্টা করা হবে।”

Share it