Share it

“দাড়ি রেখে ভন্ড হবে। সাধু নিশ্চয়ই হবে না!” বৃহস্পতিবার সিউড়ি ১ নম্বর ব্লকের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে এভাবেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

ভোটের আগে ব্লকে ব্লকে জনসভা শুরু করেছেন অনুব্রত মণ্ডল। সেইমতো এদিন ছিল সিউড়ি ১ নম্বর ব্লকের জনসভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আগাগোড়া BJP-কে আক্রমণ করেন অনুব্রত।

নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “সোনার বাংলা গড়বে! কী সোনা মুখরে ভাই। এখন আবার দাড়ি রাখছে। দাড়ি রেখে বহুরূপী হবে না সাধু হবে। না ভন্ড হবে। তুমি মানুষকে বলো তুমি সাধু হবে না, বহুরূপী হবে না, ভন্ডগিরি করছি ভোট নেওয়ার জন্য। এটা বললে ভালো হয় না? তোমার ভন্ডামি ধরে ফেলেছে মানুষ। তুমি কোনও উন্নয়ন করোনি। শুধু ভন্ডামি করে চলেছো।”

Share it