ফের বুকে ব্যথ্যা। ফের হাসপাতালে ভর্তি করতে হল সৌরভ গাঙ্গুলিকে। বুধবার তাঁকে কলকাতার অ্যপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
West Bengal: BCCI Chief Sourav Ganguly was taken to Apollo Hospital in Kolkata after he complained of chest pain.
Visuals from his earlier arrival at the hospital pic.twitter.com/WKQs84DHzP
— ANI (@ANI) January 27, 2021
অ্যাপোলোতে ডাঃ আফতাব খানের তত্ত্বাবধানে রয়েছেন BCCI সভাপতি। মেডিক্যাল টিমে রয়েছেন ডাঃ সরোজ মণ্ডল ও ডাঃ সপ্তর্ষি বসুও। মঙ্গলবার রাতেই বুকে সামান্য অস্বস্তি বোধ করেন সৌরভ। বুধবার বেলার দিকে ফের সেই অস্বস্তি দেখা দিলে পরিবারের লোকজন আর দেরি করেননি। দ্রুত মহারাজকে অ্যাপোলো হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
Sourav Ganguly has come for a checkup of his cardiac condition. There is no change in his parameters since his last hospitalization & his vital parameters are stable: Apollo Hospitals, Kolkata https://t.co/Q3L669CkrS
— ANI (@ANI) January 27, 2021
ইতিপূর্বে ডাঃ আফতাব খান তাঁর চিকিৎসা করেছেন। এইদিন তিনি অ্যপোলো হাসপাতালে কর্তব্যরত ছিলেন। সেই কারণেই এবার উডল্যান্ডসের বদলে তাঁকে অ্যপোলোতে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা হয়েছে সৌরভের। ইকো কার্ডিওগ্রামও করা হয়েছে। তাতে তাঁর ইকো এবং ECG-তে সমস্যা ধরা পড়েছে। বৃহস্পতিবার অ্যাঞ্জিয়োগ্রাম হবে।
श्री सौरभ गांगुली जी के फिर से अस्वस्थ होने की सूचना चिंताजनक है। जानकारी के मुताबिक उनके सीने में दर्द हुआ है। ईश्वर से कामना है कि वे जल्द स्वस्थ हों और भारतीय क्रिकेट को ऊंचाई पर ले जाएं।
— Kailash Vijayvargiya (@KailashOnline) January 27, 2021
এদিকে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্টের ফের শরীর খারাপের খবরে চিন্তিত BJP-এর কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। বুধবার দুপুরে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে কৈলাশ বিজয়বর্গীয়কে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতাকে সৌরভের শারীরিক অবস্থার প্রতি নজর রাখতে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখারও নির্দেশ দিয়েছেন অমিত শাহ।
এর আগে ২ জানুয়ারি বাড়ির জিমে ব্যায়াম করার সময় আচমকা মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের। তাঁর বুকে একটি স্টেন্ট বসানো হয়। পরবর্তী সময়ে আরও দুটি স্টেন্ট বসানোর প্রয়োজনীয়তার কথা জানান চিকিৎসকরা।