দিলীপ ঘোষ (ফাইল ফোটো)
Share it

“‘বন্দে মাতরম’-এ যেমন ব্রিটিশরা ভয় পেতেন, তেমনি মুখ্যমন্ত্রী ‘জয় শ্রীরাম’-এ ভয় পান।” তারাপীঠে পুজো দিতে এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শুনুন বক্তব্য:

 

সোমবার মুর্শিদাবাদে সভা সেরে তারাপীঠে পৌঁছন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি প্রসঙ্গে তিনি বলেন, “জয় শ্রীরাম তো ঠাকুরের নাম। কাউকে ঠাকুরের নাম দিয়ে স্বাগত জানালে তো খুশি হওয়া উচিত। রাম নাম শুনতে কারও কষ্ট হয় আমাদের জানা ছিল না।”
দেখুন ভিডিও:

 

BJP -এর রাজ্য সভাপতি বলেন, “২৩ জানুয়ারির অনুষ্ঠানে কিছু মানুষ আমন্ত্রিত হয়ে এসেছিলেন। তাঁরা ভেবেছিলেন ‘জয় শ্রীরাম’ বললে প্রধানমন্ত্রী খুশি হবেন। কিন্তু, মুখ্যমন্ত্রী যে খেপে যাবেন তা বুঝতে পারেননি।”

দিলীপ ঘোষ আরও বলেন, “‘বন্দে মাতরম’-এ যেমন ব্রিটিশরা ভয় পেতেন, তেমনি মুখ্যমন্ত্রী ‘জয় শ্রীরাম’-এ ভয় পান। কিন্তু, রামচন্দ্র তো রাজা ছিলেন। ফলে রাম নাম নিতে ভয় আপত্তি কথায়।”

লকডাউনে রেশন দেওয়া প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “রেশন তো প্রধানমন্ত্রী দিয়েছেন। উনারা রেশনের চাল চুরি করেছেন।” আগামীকাল তারাপীঠ মন্দিরে পুজো দেবেন বিজেপির রাজ্য সভাপতি।

Share it