মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি লক্ষ্মীরতন শুক্লা
Share it

“রাজনীতি থেকে আপাতত সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিধায়ক পদ ছাড়িনি। পথে নামব। মানুষের ভোটে জিতেছি। তাদের পাশে থাকব।” বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন লক্ষ্মীরতন শুক্লা।


BJP-তে যোগদান নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন বাংলা অধিনায়ক বলেন, “রাজনীতি থেকে আপাতত সরছি, কোথাও যোগদানের প্রশ্ন নেই। তবে সব কথা প্রকাশ্যে বলতে চাই না। ক্রীড়াবিদ হিসেবেই আমার সবথেকে বড় পরিচয়। ক্রীড়া ক্ষেত্রে কাজ করে যাব। বিধায়ক পদে পূর্ণ সময় থাকব।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন লক্ষ্মী। বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে। বিরোধী দলের নেতাদের উপরেও কোনও ক্ষোভ নেই। রাজ্যে আমরা হিংসা দেখতে পছন্দ করি না। সমাজে বিভেদ কখনই কাম্য নয়। হিংসা থেকে সকলে দূরে থাকুন। ক্রীড়বিদ হিসেবে সব রাজনৈতিক দলকে সম্মান জানাই।”

Share it