গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে জেলাশাসক সুমিত গুপ্তা, জেলা সভাধিপতি শামিমা শেখ সহ অন্যান্য আধিকারিকরা
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এবারে গঙ্গাসাগরে মকর স্নান চলবে ৮ থেকে ১৭ জানুয়ারি। সংক্রান্তির মহাস্নান শুরু হবে ১৪ তারিখ ৬.৫৩ থেকে। চলবে ১৫ তারিখ পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন জেলাশাসক সুমিত গুপ্তা।

তিনি জানান, স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে এবার মোট ২১টি জেটি ঘাটের ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। গত দুবারের মতো এবারেও ডিজিটাল ব্যবস্থার মধ্যে ই স্নান, ই পুজো ও ড্রোনের মাধ্যমে স্নানের ব্যবস্থাও থাকবে সাগরমেলায়। এরইমধ্যে সক্রিয়ভাবে থাকবে গঙ্গাসাগরের বিশেষ অ্যাপ ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও। সুমিত গুপ্তা জানিয়েছেন, এবার সাগর আরতি হবে তিনদিন। ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে সাগর আরতি। গতবারের থেকে বাড়ানো হয়েছে এই সময়সীমা। তারজন্য স্থান নির্ধারণের কাজও শেষ। সাগর সৈকতেই হবে সন্ধ্যারতি।

দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক আরও জানিয়েছেন, পুন্যার্থীদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে এবার থেকে সাগরমেলায় চালু হচ্ছে বন্ধন ফোটো বুথ নামে একটি ব্যবস্থা। মেলা চত্বরেই থাকবে কয়েকটি বুথ। সেখানে যে কোনও ব্যক্তি চাইলে নিজের ফোটো তুলে সরকারি শংসাপত্র নিতে পারবেন। এই শংসাপত্র তৎক্ষণাৎ সরকারের তরফে প্রদান করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। পাশাপাশি এবারে মেলায় নতুনত্ব বাংলার মন্দির। এবারেই প্রথম কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, তারকেশ্বর ও জহুরা কালীবাড়ির মতো ঐতিহ্যমণ্ডিত পাঁচটি মন্দিরের প্রতিলিপি তৈরি করা হবে। পুন্যার্থীরা যাঁরা দূরদূরান্ত থেকে মেলায় আসবেন তাঁরা একইসঙ্গে এইসব মন্দিরগুলিও দর্শন করতে পারবেন এবং লাইভ পুজোও সেখানে দেখতে পাবেন বলে সুমিত গুপ্তা জানিয়েছেন।

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এবার জিপিএসের থেকেও উন্নততর পিটিএমএস মনিটরিং কনসোল ব্যবস্থা থাকছে পরিবহণ ক্ষেত্রে। প্রতিটি লঞ্চ ও ভেসেলে পিলগ্রিমস ট্র্যান্সপোর্ট মনিটরিং সিস্টেম নামে একটি ডিভাইস রাখা থাকবে। যা দিয়ে সবগুলিকে ট্র্যাক করতে পারবেন প্রশাসনের কর্তারা।

Share it