‘অসমের বাসিন্দা ছিলেন মাতঙ্গিনী হাজরা।’ লালকেল্লায় ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের বক্তব্যে এমনই ভুল ভাষণ দিয়ে বিতর্কের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে অসমের বাসিন্দা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের তরফে মোদীকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
লালকেল্লায় নিজের ভাষণে দেশের স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদানের কথা বলছিলেন মোদী। সেই সময় ঝাঁসির রানি লক্ষ্মীবাই থেকে শুরু করে মাতঙ্গিনীর নাম উল্লেখ করেন মোদী। কিন্তু পূর্ব মেদিনীপুরের তমলুকের মাতঙ্গিনী হাজরার নাম উল্লেখ করতে গিয়ে তিনি বলেন অসমের বাসিন্দা মাতঙ্গিনী। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
.@BJP4India Matangini Hazra from Assam? R u mad? U don't know history. U have no feelings. You just read a written speech ( that also by others) with drama. This is insult to Bengal. You must beg apology. Hope Your LOP from East Midnapore will also condemn such a mistake. pic.twitter.com/azMV45GN7f
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 15, 2021
এই প্রসঙ্গে টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কি পাগল? জানেন না কিছু। অন্যের লিখে দেওয়া ভাষণ পড়ে নাটক করতে গেছিলেন। এটা বাংলার অপমান। প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।’
যদিও বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনাকে ‘ছোট ভুল’ বলে উল্লেখ করেছেন।