আপাতত স্বস্তি পেলেন রাজ্যের চার হেভিওয়েট নেতা। শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হল সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় CBI-এর নজরে গৃহবন্দি থাকতে হবে ৪ নেতা-মন্ত্রীকে।
West Bengal: A two-judge bench of Calcutta HC divided over the stay order. One of the judges Arijit Banerjee is ready to grant bail while the acting Chief Justice is in favour of house arrest in Narada case. Matter to be referred to the larger bench
— ANI (@ANI) May 21, 2021
আদালত সূত্রে জানা গেছে, CBI জামিন বাতিলের আর্জি জানিয়েছিল আদালতে। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি হাই কোর্ট। আদালত জানিয়েছে, CBI কর্তাদের নজরদারির মধ্যেই থাকবেন অভিযুক্তরা। যদিও ডিভিশন বেঞ্চের রায়ে পুরোপুরি সন্তুষ্ট নন অভিযুক্তদের আইনজীবী অভিষেক মনু সিংভি। সূত্রের খবর, উচ্চতর বেঞ্চে যাবেন সিঙ্ঘভি। তবে গৃহবন্দি করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন CBI-এর আইনজীবী তুষার মেহতা।
সূত্রের খবর, নারদা কাণ্ডে (Narada Scam) অভিযুক্তদের জামিনের পক্ষে ছিলেন না কলকাতার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। তবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করেন। তবে শেষ পর্যন্ত সর্বসম্মতিতে গৃহবন্দি করার সিদ্ধান্ত নেয় ডিভিশন বেঞ্চ।