মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

ভোট বড় বালাই। সামনেই ২০২১-এর নির্বাচন. আর সেই নির্বাচনকে সামনে রেখে কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সড়ক ও পরিকাঠামো নির্মাণে ঢালাও প্রস্তাব রাখলেন ২০২১ এর অন্তর্বর্তীকালীন বাজেটে (Vote On Account)। প্রস্তাব রাখা হয়েছে শহরজুড়ে একাধিক উড়ালপুল তৈরির।

মূলত চার মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করার কথা থাকলেও মুখ্যমন্ত্রী অনেক ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত অর্থবছরে রাজ্যের GDP ২.৭ শতাংশ বেড়েছে। রাজস্ব আদায় বেড়েছে ২.৯ শতাংশ।

একনজরে দেখে নেওয়া যাক, রাজ্য বাজেটের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলি।

১) ৫ বছরে রাজ্যজুড়ে ৪৬ হাজার কিমি নতুন রাস্তা, সমস্ত গ্রামীণ রাস্তা জুড়বে রাজ্য সড়কের সঙ্গে

২) রুবি থেকে কালিকাপুর পর্যন্ত তৈরি হবে উড়ালপুল। তৈরি হবে স্কাইওয়াকও।

৩) টালা থেকে ডানলপ পর্যন্ত ৫ কিলোমিটার ফ্লাইওভার তৈরির প্রস্তাব।

৪) এয়ারপোর্ট গেট থেকে যশোর রোড ও VIP রোডকে সংযুক্ত করে তৈরি হবে ফ্লাইওভার।

৫) সংযোগকারী রাস্তা তৈরি হবে উল্টোডাঙা থেকে বাঙুর অ্যাভিনিউ পর্যন্ত।

৬) মা ফ্লাইওভার থেকে গুরুসদয় দত্ত রোড পর্যন্ত উড়ালপুল তৈরির প্রস্তাব।

৭)ইএম বাইপাস থেকে নিউ টাউনকে জুড়ে দেওয়া হবে একটি উড়ালপুল দিয়ে।

৮) উল্টোডাঙা থেকে পোস্তা বাজার পর্যন্ত উড়ালপুল তৈরি হবে।

৯) ফ্লাইওভার তৈরি হবে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত।

১০) পার্কসার্কাস কানেক্টরে স্কাইওয়াক তৈরি হবে।

১১) তফসিলি জাতি উপজাতিদের জন্য ২০ হাজার পাকা বাড়ি নির্মাণে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ।

১২) কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের বার্ষিক ভাতা ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার। এই প্রকল্পে ন্যুনতম সহায়তা ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার করার প্রস্তাব।

১৩) চা সুন্দরী প্রকল্পের আওতায় ৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে।

১৪) নিউটাউনে আজাদ হিন্দ স্মারক তৈরির ঘোষণা। প্রতি জেলায় জয় হিন্দ ভবন, কলকাতা পুলিশে নেতাজির নামে ব্যাটেলিয়ান তৈরির প্রস্তাব।

১৫) পার্শ্বশিক্ষকদের বছরে ৩ শতাংশ করে বেতন বৃদ্ধি। এককালীন ৩ লক্ষ টাকা অবসরকালীন ভাতা।

১৬) ৬০ বছরের বেশি বয়সি প্রত্যেক নাগরিককে বার্ধক্যভাতা। ১৮ বছরের বেশি বয়সি বিধবারাও পাবেন ভাতা।

Share it