কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলাশাসকদের নিয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে তাঁদের ডেকে অপমান করা হয়েছে। বৃহস্পতিবার এই নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, “মিটিংয়ে ডেকে মুখ্যমন্ত্রীদের কথাই বলতে দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে তথ্য নিয়ে পুতুলের মতো বসেছিলাম। মুখ্যমন্ত্রীরা অপমানিত বোধ করেছি এই ঘটনায়।” মমতার অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানছেন না প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তিন কোটি টিকা দিতে বলেছিলাম। সে নিয়ে প্রশ্ন করার কথা ছিল। তার সুযোগই দেননি প্রধানমন্ত্রী, অভিযোগ মমতার।”
প্রধানমন্ত্রীকে সরাসরি তোপ দেগে মমতা বলেন, “শুধু BJP শাসিত রাজ্যের জেলাশাসকদের সঙ্গেই কথা বলেছেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীদের এক সেকেন্ডের জন্যও কথা বলতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীদের যদি বলতেই দেবেন না, তাহলে ডাকলেন কেন। জেলা শাসকদের নিয়েই তো বৈঠক করতে পারতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”
সাংবাদিক বৈঠক থেকেই মমতা প্রশ্ন করেন মোদীকে। “প্রধানমন্ত্রী বলেছেন করোনা কমে গিয়েছে? সত্যিই কি কমেছে? এইভাবে পরিস্থিতিকে অবহেলা করাতেই করোনা এত ভয়ঙ্কর হয়ে উঠেছে। গঙ্গাকে বিষাক্ত করা হচ্ছে। মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। কই এখন তো তার খোঁজ নিয়ে কোনও কেন্দ্রীয় দল এল না?” মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “এ নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার কথা ছিল তাঁর, কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি।”