নিউজ ওয়েভ ইন্ডিয়া: কামারহাটি পুর এলাকাতে ডায়ারিয়া রোগীর সংখ্যা আতঙ্ক বাড়ছে। বুধবারেও সকাল থেকে কামারহাটি পুর এলাকার ১ থেকে ৫ নম্বর, বিভিন্ন ওয়ার্ডের ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা কামারহাটি ESI হাসপাতাল ও সাগর দত্ত হাসপাতালে ভিড় করছেন। রোগীদের মধ্যে শিশু থেকে বয়স্ক সব মানুষই রয়েছেন। এদিকে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলিতে বেডের সমস্যা দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এদিন সকাল পর্যন্ত এলাকায় স্বাস্থ্য দফতরের কোনও প্রতিনিধির দেখা মেলেনি। এলাকায় কোনও হেল্থ ক্যাম্পও বসেনি। ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে কোনওভাবেই যাতে একজন মানুষও বিনা চিকিৎসায় সমস্যায় না পড়েন, সেদিকে নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পাশাপাশি এলাকাবাসীর প্রতি তাঁর আবেদন, আপাতত জল ফুটিয়ে খান। প্রয়োজনে এলাকায় টালার জলের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন বিধায়ক।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল পর্যন্ত কামারহাটি পুর এলাকায় প্রায় ৭০ জনের মতো বাসিন্দা ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন। যদিও মদন মিত্রের দাবি, ৬ থেকে ৭ জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন। পুরসভার পক্ষ থেকে বুধবার সকাল থেকে মাইকিং করে পুরসভার কলের জল ব্যবহার না করার আবেদন জানানো হচ্ছে।